ব্যস্ত জীবন, কি আর করি,পাইনা সময় মোটে
তাইতো করি কাব্য চুরি যেথায়  যেমন জোটে
মন্ত্রি-নেতাও করছে চুরি
নজির আছে  ভুরি ভুরি
সেই দেশেরই মানুষ আমি, জিতবো ঠিকই ভোটে।
--------------
কলকাতা- ৭০০১২৫ই
১১-০৪-২০১৬

---'---------------
মোদি-চরিত

বাংলা আমার সোনার বাংলা ভারত আমার মহান দেশ
কাণ্ডারী তার ইনিই হবেন নেই কো যাঁহার গুণের শেষ!
শোয়া শো কোটির মধ্যে কি কেঊ নেই কো এমন নেতা
গণতন্ত্রে গৌণ সবই, মুখ্য হলো জেতা
সত্তর জন কর্পোরেট ফুলতে চেয়ে আরো
নিয়োগ করে মোদির পিছে,হুঁশ কি আছে কারো?
পেড নিউজে নাচছি সবাই ভাবছি না কি হবে
বিজ্ঞাপনের চটক দেখে ভুলছি মোরা সবে।
মিলন আনে শান্তি জানি, বিভেদ জ্বালায় আগুন
সভ্য দেশে বলুন সবাই, 'ভাগুন মোদি ভাগুন।'