💄প্রথম দিকে আসরে তেমন রম্যকবিতা চোখে পড়তো না । অথচ কাব্যজগতে রম্যকবিতার একটা সমীহ জাগানো স্হান আছে । আর লিমেরিক হল এমনই একধরণের রম্যকবিতা যার মাধ্যমে সমাজের, ব্যক্তিজীবনের অথবা বিশ্বের যে কোন অসঙ্গতির কথা অথবা যেকোন অসংলগ্ন ভাবনা অতি সংক্ষেপে প্রকাশ করা যেতে পারে । এদিক দিয়ে লিমেরিকের জুড়ি মেলা ভার । সনেটের মত লিমেরিকেরও আমদানি বিদেশ থেকে । সনেটের যেমন সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, লিমেরিকেরও তেমন সুনির্দিষ্ট কিছু সহজ নিয়ম আছে । সেগুলি অনুসরণ করা অত্যাবশ্যক ।
কবি Edward Lear 1846 খৃষ্টাব্দে তাঁর
"Book Of Nonsense" গ্রন্থের মাধ্যমে সর্বপ্রথম লিমেরিককে জনপ্রিয় করে তোলেন । তিনি সর্বমোট 212টি লিমেরিক রচনা করেন। এবার জেনে নেওয়া যাক লিমেরিকের সহজ সরল বৈশিষ্ট্যগুলিঃ-
1) মোট পাঁচ পঙক্তির কবিতা।
2) একটাই স্তবক ।
3) অন্ত্যমিল প্রথম, দ্বিতীয় ও পঞ্চম চরণে একরকম এবং তৃতীয় ও চতুর্থ চরণে আর একরকম ।
4) তৃতীয় ও চতুর্থ চরণের শব্দসংখ্যা বাকি তিনটির চেয়ে কম হতে হবে ।
5) অবশ্যই যেকোন স্বীকৃত ছন্দে লিখতে হবে। অর্থাৎ মাত্রা ঠিক রাখতে হবে।
6) সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, উপস্থাপনা হতে হবে রঙ্গাত্মক ( humorous)
এই শেষোক্ত বৈশিষ্ট্যটি তুলে ধরার জন্যই আমার এই আলোচনাটির অবতারণা । অনেকেই দেখছি লিমেরিক লিখছেন কিন্তু উপস্থাপনা রঙ্গাত্মক বা হাস্যরসাত্মক হচ্ছে না । ওগুলোকে কিন্তু ঠিকঠাক লিমেরিক বলা যাবে না । দুটি দৃষ্টান্ত দিয়ে এই আলোচনা শেষ করবো -
১
দাদার হুকুম যেতে হবে ধর্মতলার মিছিলে
আজকে তুমি ক্যাডার শুধু, ভুলতে হবে কী ছিলে
নই তো বসের ঘরের জামাই
চাকরি যাবে করলে কামাই
শুকনো গলায় আর্জি জানাই কোন মতে ঢোক গিলে।
19/09/2013
2
ডুবলো চাষীর ফসলি জমি ভাদর মাসের বর্ষায়
গিন্নী ভাবে স্বামীর পাশে থাকবে কিসের ভরসায়
দুঃসময়ে যায় যে চেনা
বন্ধু আসল নকল কি না
"গুণ দেখি নি, ভুলেছিলাম গাত্র-রঙের ফর্সায়"।
21/09/2013