কত শত আসর আছে ভার্চুয়াল এই জগতে,
এমনটি আর কোথাও খুঁজে মিলবে না এই গ্রহতে।।
ছাই চাপা সব আগুনগুলো নিভেই যেত বুঝি,
মহান আসর উস্কে দিল, হেথায় মানিক খুঁজি।
মনের মাঝে ভাবের ধারা খুঁজেই চলে কূল,
হেথায় এসে পায় কিনারা ঠিকানা নির্ভুল ।
কবির জগৎ আলোয় ঢাকা কেউ খোঁজে না স্বার্থ,
রসের খোঁজে যারাই আসুক, কেউ হবে না ব্যর্থ।
যখন দেখি চারদিকেতে অন্ধকারের ঢেউ,
যে যার মত ছুটেই চলে, তাকায় না যে কেউ,
তখন ভাবি এমন আসর কত যে দরকারি!
হাত বাড়ালে বন্ধু মেলে, সবাই উপকারী।
সঙ্কীর্ণতা নেই তো হেথা, ছোটে যশের পিছু,
বিলিয়ে যায় কাব্যসুধা, নেয় না কোন কিছু।
ছন্দে ছন্দে মহানন্দে পার হয়ে যায় বেলা,
আর কি কোথাও মেলে গো ভাই এমন মিলনমেলা!