মিলনে কি একচেটিয়া অধিকার সাগরের?
আমিও সাগর হতে পারি তেমন নদী পেলে,
এভাবেই দ্বীপ গড়ে গড়ে বয়ে যাই হেসেখেলে।
যত ঢেউ ওঠে সবাই কি আকাশ ছুঁতে পারে ?
ওঠা যায় ততদূর যতদূর চাঁদ তাকে টানে-
কিছু প্রভা বুকে পড়ে, কিছু ভাসে বানে।
যে কথা বলেছি সেদিন সাগর-সঙ্গমে
ভুলে যেতে পার সেই আবেগের কথা,
দ্বীপের প্রান্তে দেওয়া কথার হবে না অন্যথা।