আজ গড়িয়ায় যাচ্ছি আমি কবির চাঁদের হাটে,
সাত ঘাটের জল খাবো না আর ভিড়বো একটি ঘাটে।
সুখের দুখের কথা হবে সম মনের সাথে,
কাব্য-কথায় কাল কাটিয়ে আসবো ফিরে রাতে।
যাঁরা ছিলেন মনের ভিতর, দেখবো এবার চোখে;
ইচ্ছা যখন গগনভেদী কে আর আমায় রোখে!
ইঁদুর দৌড়ে নেই যে মোরা, আমরা যে ভাই পাগল,
শান্তি খুঁজি 'ফালতু' কাজে খুলে মনের আগল।
লাগলো কেমন বলবো এসে, মিলবে কিছু স্বাদ,
মাছের যেমন সলিল ছাড়া জীবনটা বরবাদ
কাব্য রসিক কাব্য ছাড়া তেমনি ধারা জানি,
কাব্যে বাঁচা কাব্যে মরা কবির ধর্ম মানি।