সবাই যখন আনন্দেতে করছে মা হইচই,
এমন দিনে মাগো আমার নতুন জামা কই?
তোমার গায়েও কেন মাগো এমন ছেঁড়া শাড়ি,
বাবাও দেখি কাশছে কেবল, মুখটা যেন হাঁড়ি!
কান পেতে কি শুনছো না মা গান বাজছে দূরে,
আকাশ বাতাস হচ্ছে মুখর কেমন সুরে সুরে?
যাচ্ছে সবাই দেখতে ঠাকুর কেমন হেসে হেসে,
দেখবো মাগো পূজামন্ডপ যাচ্ছে আলোয় ভেসে।
চলো না মা তুমি আমি বাবাও যাবে সাথে,
সারাটা দিন ঘুরে ঘুরে ফিরবো অনেক রাতে।
তুমিই বলো এমন দিনে কেমনে ঘরে রই?
সবাই যখন আনন্দেতে করছে মা হইচই।
নাও না পরে গয়নাগাটি নাও না পরে শাড়ি,
থাক না পড়ে একা একা এমন ভাঙা বাড়ি।
যক্ষা রোগে ভুগছে বাবা ওষুধপত্র কই?
সবাই দেখো আনন্দেতে করছে মা হইচই।
কাঁদছো কেন অমন করে, নেই কি তোমার কিছুই?
চিরকাল কি থাকবো মোরা এমনভাবে নিচুই?