আচ্ছা মশাই বলতে পারেন মিলবে কোথায় শম?
কেমন করে জোর ছোটা যায় ফুরিয়ে গেলেও দম?
ল্যাং মেরে যে পলায় গেল প্রেমে দিয়ে ধোকা,
কেমন ক'রে মনকে বোঝাই 'নই যে আমি বোকা?
ঘেন্না করি যার আচারে কেবলই বদমাশি,
কেমন করে মন লুকিয়ে বলবো 'ভালবাসি '?
সমাজকে যে বিদ্ধ ক'রে ঘটায় রক্তপাত,
কেমন করে মানবো তাকে 'সমাজসেবীর জাত'?
কিল খেয়ে কিল হজম করার বিদ্যে ভারি কঠিন,
কেমন করে খুব সহজে করবো মেধার অধীন?