হাজার অন্যায় হজম করতে করতে
বেড়ে গেছে হজমশক্তি
এখন তাই বালখিল্যতা চিবিয়ে খায়
ঝড় বৃষ্টি প্রখর রোদ সবেতেই নির্বিকার
ওরা বিদ্যুৎবাহী তারের নিচে দাঁড়ায়
নামেই বিদ্যুৎবাহী, অকেজো বিচ্ছিন্ন তার
তবু চাটুকারেরা আলোর মিথ্যে স্বপ্ন দেখায়
রাঁধে বিনা তেলনুনে, চুল বাঁধতে গেলেও হয়
ল্যাজেগোবরে। তবু বাচ্চারা হাততালি দেয়
আত্মপ্রসাদে ফুঁ দিয়ে বুক ফোলায় আহাম্মকেরা।
কাকেরা কেবল ময়লা সাফ করে না
বিদ্যুৎহীন তারে বসে পুরীষও ত্যাগ করে যায়
ময়লাকারীর কুটিল মাথায় ...
-------