প্রলয় এলে পাখনা মেলে কোথায় যাবে উড়ে?
কে যেন এক শূন্য থেকে প্রশ্ন দিল ছুঁড়ে।
কে গো তুমি অলক্ষুণে? নেই তো কোথাও কালো,
চার দিকেতে মধুর বাতাস আকাশ ভরা আলো;
খেলছি তো বেশ আপন মনে পাচ্ছি মজা ভারি
যতই তুমি ভয়টি দেখাও রাখবো খেলা জারি।
ভবের খেলা সাঙ্গ হলে তখন কোথায় যাবে?
সেসব ভাবার সময় কোথায়, আলসেরা তা ভাবে।
আচ্ছা আচ্ছা তুমি তবে সাচ্চা মানুষ খুব
কেউ পাবে না দেখতে তোমায় জলে দিলে ডুব,
কিন্তু মশাই ফাঁকি কি আর চলে মনের সঙ্গে?
কেউ না জানুক মন তো জানে নেইকো কাপড় অঙ্গে;
কাঠগড়াতে যে-ই দাঁড়াবে সাক্ষ্য সে যে দেবে!
যতই পালাও, নিজের থেকে কোথায় পালাবে?
-------------------------------