শারদীয় উৎসবে প্রথম আলাপন,
তারপর সাত-রঙা রামধনু গায়ে মেখে
নীল নীল স্বপ্নের বুকে ভেসে চলা দিন
পুজো প্যান্ডেল থেকে তোজোর কেবিন।
সেও এক উৎসব উত্তাল নদীর বুকে,
ভরা কটালের উথালি পাথালি
দু'কূল ভাসিয়ে যেন আকাশ ছুঁতে চায়!
দুপারের ঝাউ গাছে বাতাসেরা সানাই বাজায়।
কে আর ভেবেছে তখন জোয়ার শেষে
একই বুকে শুরু হয় ভাঁটার উৎসব!
বেরসিক হাওয়া এসে বেঁধে দেয় বাঁধ,
উড়ে যায় সাদা মেঘ, থামে কলরব।
শুনশান বাতাসের সেই উৎসবে
নীরবে ভেঙে যায় স্বপ্নের বাসা,
ময়দান ভরে যায় নয়া কলরবে,
খেলা খেলা উৎসবে ওল্টায় পাশা।
প্রথম কথা বলা থেকে প্রথম কবিতা
এভাবেই শেষ নয় শুরু হয় উৎসব,
শেষ নেই কিরণের জানে তা সবিতা,
উৎসবের মাঝে পাই জীবনের অনুভব।