কেমনভাবে খেলবে তুমি ভবের খেলাঘরে--
চলবে তুমি কোন্ পথেতে রমজানেরও পরে;
কথায় তুমি কেমন হবে কেমন হবে কাজে--
সবই দ্যাখো লেখা আছে এই মাসেরই মাঝে।
ভুখা মানুষ কেমনভাবে কষ্টে কাটায় কাল--
মানুষ হয়েও বিনা দোষে কেন এমন হাল!
ভাবতে তোমায় বলছে এ মাস, জ্ঞানী বুঝে নাও;
সাধ্য-মতো সারাজীবন হাত বাড়িয়ে দাও।
খুব গোপনেও খোদার ভয়ে কণামাত্র দানা
খাও না জানি দিনের বেলা, কারণ সেটি মানা;
লোকের চোখে ধুলো দিলেও দেখছে সবই প্রভু--
এই কথাটা মানবে যখন করবে না পাপ কভু।
নিরীহদের হত্যা করা শাস্ত্র শেখায় না যে--
দীনের হকটা কাড়ছে যারা জেহাদ তাদের সাথে;
ভোগ-বিলাসে কাটলে জীবন বদলা নেবে কাল--
নেক আমলে শান্তি মেলে বিপদে হয় ঢাল।
তাই তো বলি সারা বছর রোজার শিক্ষা মানো--
বিলাস-ব্যাসন ত্যাজ্য করে জালিমে তীর হানো;
মিথ্যে যত, দাও জ্বালিয়ে, সত্য কথা বলো--
শয়তানি পথ রুদ্ধ করে খোদার পথে চলো।