তুমি তখন শীত-সকালের রোদ
আমি ভীষণ শীতে কাতর,
পানসে বাতাস ঘুরছিল চারদিকে
তুমি ছড়িয়ে দিলে আতর,
একটা পাখি কোকিল হতে চেয়ে
আর্জি জানায় ঋতুরাণীর দ্বারে,
নদীর তীরে ঘুরছি তখন আমি,
আমার চাওয়া রয়েছে ঐ পারে,
গল্প শোনার কাতর আবেদন
শেষ তো তবু হয় না গল্পখানি,
আকাশ বলে, "থাক না বাকি জানা",
গল্পটা তাই অল্প কিছু জানি,
ফলের থোকা নিচ থেকে যায় দেখা
আকাশ-ছোঁয়া আপন গাছের ডালে,
"হাতের ছোঁয়ায় মিলবে যা তাই নিয়ো
আঁকশিখানি থাক না পড়ে চালে",
মগডালের ঐ পাতায় ঢাকা কোণে
হলুদ পাখির আকুল কলতান,
সকাল সাঁঝে গায় সে হলুদ পাখি
'আয় অধরা' 'আয় অধরা' গান।
-----------------
আঁকশি -- এক ধরণের লগি যা দিয়ে ফল পাড়া হয়।