যা করি তা সবই যে ঠিক, তোমরা বলো ভুল
শুধরে তুমি দাও না যতই নড়বো না এক চুল,
ভাবতে পারো গোঁয়ার তুমি
গোঁ ধরেই যে থাকবো আমি,
আমারও যে ভক্ত প্রচুর, পাই যে রোজই ফুল।
---------------------------------------------
কবিতায় 'আমি' কথাটি থাকলেই যে সেটি ব্যক্তি-কবি এই ধারণাটাই ভুল।কবিতা মনোযোগ দিয়ে পড়ে তার অন্তর্নিহিত বার্তাটা বোঝার চেষ্টা করলে সহজেই বোঝা যায়, কোন্ কবিতায় 'আমি'টি কবি নিজে আর কোন্ কবিতায় নয়।