সকলের মতো একা একা হেঁটে যাই,
গন্তব্য কোথায়? জেনেশুনেও উদাস হয়ে থাকি,
যে কথা ঠেলে নিয়ে যায় সেগুলোই মনে রাখি।
সেই লক্ষ্যভূমি কতটা হিম? উত্তর নেই।
যদি বলি মেরু? সেও তো হাতেরই কাছে!
কে যেন কেড়েছে মই, তুলে দিয়ে গাছে।
বন্ধুরা বোকার মতো বলে,জিও ভাই হাজার সাল জিও।
পৃথিবী, তুমি কৃপণ কেন এত?
সংরক্ষণের টিকিট রাখোনি একটিও!