আজ থেকে আর মিথ্যে স্বপ্ন দেখব না
রাত শেষে আর ব্যথায় এ বুক ভাঙবো না
হাতের কাছে যা খুঁজে পাই সেটা নিয়েই মনটা জুড়াই
আকাশ কুসুম আঁকবো না।
আজ থেকে আর মিথ্যে স্বপ্ন দেখব না।
দূর আকাশে হাজার তারা থাকনা ছেয়ে
ভরবে এ মন ঘাসের শিশির তোমায় পেয়ে
তাই বুঝি আজ হালকা পালক মাখছে যত কাছের আলোক
বলছে আগুন ডাকবো না।।
আজ থেকে আর...
তোমায় আমি করবো না আর অবহেলা
তোমার ডাকে সাড়া দিয়েই খেলব খেলা
যাচ্ছে যে নাও অচিনপুরে যাক না সে নাও যতই দূরে
সেই নায়ে পা রাখব না।।
আজ থেকে আর...