বাতাস এসেছে কমে, এই আকাশের বুকে'--
তবুও আকাশে পাড়ি?দিলাম তোমায় রুখে!
অম্লজানে ভারি টান, বাতিগুলো নিভু নিভু;
থুক ফেরে মাটিতেই, ভেবে দেখেছিলে কভু?
যে রং-ই চড়াও দেয়ালে, গভীরে সুপ্ত সফেদ,
যখনই যে যায় লঙ্কায়, হায়!কোথায় প্রভেদ?
ঘুমন্ত-গিরিও জাগে, করে সব ছারখার!
যখনই ভাঙবে দেয়াল, সবকিছু একাকার।
সাহসই আসল সম্পদ,নতুবা সবাই নিঃস্ব--
এখনও ঘুমন্ত যারা, তারা বৃহন্নলার শিষ্য।
----------------------------------------