গণসঙ্গীত
""""""""""
আমার দেশের অমল বাতাস কলুষ করছে যারা;
ধিক্কারে শত হোক না ক্ষমতা হারা,
আশার কিরণে কত না নেমেছে ছায়া,
তবুও থামেনি তরুণের গান গাওয়া ।।
বন্ধ দুয়ারে আঁধারে গোপনে যতই আঁটো না ফন্দি,
নবীন প্রাণের স্বপ্ন থাকে না বন্দি,
ক্ষুব্ধেরা করে হায়নার পিছে ধাওয়া।।
আজো যে থামেনি তরুণের গান গাওয়া...
উদার মায়ের ছড়ানো আঁচলে উদ্ধত তব কাঁচি,
বুকের আঘাতে ভেঙে দিয়ে মোরা বাঁচি,
আটকাব মোরা তোমার কুপথে যাওয়া।।
কখনো থামেনা তরুণের গান গাওয়া...
--------------------------------------
মাত্রাবৃত্ত ছন্দ