যা কিছু শেখাই সেটাই গেয়ে যায়
পোষ-মানা মনোটিয়ে,
জলযান ছাড়া কতক্ষণ ভেসে থাকা যায়?
আমি ভেসে যাই তোমাকে নিয়ে।
কখনো তুমি ধরো হাত কখনোবা আমি,
দম নিতে দুজনেই দ্বীপে দ্বীপে থামি।
কে আর এ জগতে একটানা ভাসে?
খড়কুটো নই তাই ক্লান্তিরা আসে।
কখনো ওঠে, কখনোবা নেমে যায় ঢেউ;
তবুও অগ্রগমন, পিছনেই পড়ে থাকে ফেউ।