এক ডাকিনী দেবীর রূপে
এসেছিল নদীর কাছে,
নদী ছিল সরল-মনা --
বসতে দিল পাড়ের গাছে।
বইছিল বেশ আপনবেগে
স্বপ্ন ছিল চওড়া বুকে--
সরলতাই কাল হল তার,
উন্নত শির গেলই ঝুঁকে।
সেই ডাকিনী ফেললো পথে
স্বেচ্ছাচারের বিশাল শিলা,
তার আঘাতে বললো নদী--
'হায় বিধাতা,এও কি লীলা?'
সম্ভাবনার নদীর দুপাড়
শ্যামলিমায় ভরলো না তো!
গতিপথটাই বদলে গেল--
মরুর দিকে হয় ধাবিত।