এভাবে দিন আসে এভাবেই দিন যায়-
যেন কাঁচের গ্লাস! হাত থেকে ফসকায়।

ছবিটা তার একই আছে একই রকম হাসি-
এক ক্লিকেই বলতে পারে ভালবাসি ভালবাসি।

চোখের তৃপ্তি কানের তৃপ্তি মিথ্যে রোমন্থনে,
হাতের পাখি দূর আকাশে, কল্প-পাখি মনে।

চোখ-কান বাদে লাইনে দাঁড়িয়ে আরও-
তাদের কথা কদম ফুলও ভাবেনি একটিবারও!

টুকরো পৃথিবী কুড়োতে কুড়োতে নিজেও টুকরো হয়-
জয় ভেবে যেটা যত্নে রেখেছে আসলে তা পরাজয়।

সত্যি ফুলের কীট দংশনেও পাপড়ি মাখার সুখ -
ঘুড়ি চেয়েছে হালকা বাতাস, উল্টো চেয়েছে বুক।

চাওয়াটা তো বুকের স্বভাব, বাড়তেই থাকে ঋণ-
ভাঙাচোরা দিনগুলো নিয়ে ভরে ওঠে ডাস্টবিন...