আমার সুচরিতা , যেন সজনে ফুল,
ভাজার স্বাদ লেগে থাকে,গন্ধে আকুল,
কত পথ ! কত নতুনের হাতছানি !
তবু বেছে নিলে তুমি রিক্ত ফুলদানি!
রাস্তার দুধারে শ্যেনচক্ষু প্রহরীর,
জলে করাল ঢেউ , হাল ভাঙে তরীর,
তবু লক্ষ্যে স্থির ,যেন নেতাজী সুভাষ,
যেন সাবমেরিনে পাড়ি, মুগ্ধ আকাশ।
গন্ধ নয় যেন চকমকি! দাবদাহ বনে,
ঝলসে যায় ফুল, তবু প্রশান্তি মনে,
এ কেমন নিষ্পেষণ? ওষ্ঠে আনে হাসি,
রক্তে কলতান , 'ভালবাসি' 'ভালবাসি'
কেবল ভাজা ? গন্ধও পেয়েছে কদর,
এসো বার বার , খোলা রয়েছে সদর।