একটি মেয়ে নরম-সরম
শক্ত ভারি অন্যটি
একটি মানে সহজে পোষ,
পোষ মানে না বন্যটি।
একটি আসে রাতের বেলা,
চাঁদের মতো হাসি;
ইচ্ছে করে সব ভুলে যাই,
তার বানেতেই ভাসি।
সকাল হলেই আর এক মেয়ে
মূর্তি যে তার রুদ্র,
রোদও চড়ে গলাও চড়ে
বাজ মনে হয় ক্ষুদ্র।
কাক-পক্ষি ভয়ে পালায়,
থাকতো যদি ডানা
ভেগেই তবে বাঁচা যেত
যতই করুক মানা।
আসল কথা দুটি তো নয়
একটি মেয়েই মোটে,
রাতের বেলা মিষ্টি বধু
দিনেই সে যায় চটে।