ময়লা জমে জমে মলিন হয় আধার-
ভালোবেসে ফেলে মলিনতা,
অসহ্য লাগে স্বচ্ছতা সুন্দর!

কুঅভ্যাস, ভয়ংকর এক ব্যাধির নাম-
অভ্যস্ত হতে হতে কূপমন্ডুক,
আষ্টেপৃষ্ঠে থাকে আপন পরিধি।

ভাবনা ঘুরে মরে একই কক্ষপথে-
নিরীহ রজ্জুতে সর্পভ্রমে ভোগে,
দুঃসহ লাগে পাখির কলতান।

কৃতঘ্ন নদী মরুতেই ঘুরে মরে-
আকাশে কেবল শকুনের দল,
বলাকা উড়ে যায় নির্মল গগনে।

ফিরে যায় দেবদূত ব্যর্থ মনোরথে-
শুভ সন্দেশ অপঠিত রয়ে যায়,
নিঃসঙ্গ কাঁধে অসীম শূন্যতা...

বিশেষ নক্ষত্র একবারই আসে আকাশে-
গ্রহণে থেকে যায় ধ্রুবতারাসম,
বর্জনে হারিয়ে যায় জীবনের মত...
----------
আধার = পাত্র (কোন কিছু রাখার জায়গা)