কোন এক সূর্য বলে কোন এক নদীকে,
"এ বুকের সবটুকু আলোয় ভরাবো তোমার বুক।"
কোথা থেকে ছুটে এলো রাশি রাশি কুয়াশা!
ভরে দিল তট, ঢেকে দিল মুখ।

----------------