এক
💄 ভাঙতে ভাঙতে ভাঙনের নেশা ধরে--
গড়তে গড়তে ধরে গড়ার নেশা ;
তুমি যেখানে থেমে যাও, শুরু করে অন্যজন--
বেছে নেয় আপন আপন পেশা।🔰
দুই
💄 ভালবাসতে বাসতে খারাপ ভুলে যাই--
ঘেন্না মুছে যায় অভিধান থেকে;
শুভ্রযাদু তীরকে বানায় ফুল --
ক্ষমাসুন্দর চোখ বুকে বসে জেঁকে।🔰
তিন
💄 আয়না বেছে বেছে কালো দাগ খোঁটে--
সাধনা লাগায় মলম;
হৃদয় যে কথা ভাসায় স্রোতে --
সে কথাই লেখে কলম।🔰
চার
💄 মেঘের বরণ কখনো শুভ্র, কখনো বা কৃষ্ণকলপ--
ক্যানভাসে নীল,পায়ে কংক্রিট,চুড়োয় জমাট বরফ।
ঝড়ের কর্ম এলোমেলো করা, জ্ঞানীর ধর্ম থামা;
কংক্রিটে শুরু তাপবিকিরণ, বরফের শুরু নামা।🔰