তোমার ভাবনায় কবি না হতে পারি,
নিজেই মেনেছি মোর কবিত্বের দাবি;
তুমি বড়জোর এঁটে দিতে পার তালা
কবিদের ভবনে, শব্দে বানাবো চাবি।
মানুষের সহিত অমলিন সখ্যতা-
তাই সাহিত্য বাঁধে নিবিড় আলিঙ্গনে;
যে শব্দমালিকা অচেনা লাগে তোমার,
ডেকে দেখ ভালোবেসে ধরা দেবে মনে।
থাক না পুরনো গাছ, ফুল তো নতুন-
গেঁথে যাই সযতনে রকমারি মালা,
প্রেমে রাখি মাত্রা, বিরহ বাঁধি সীমায়,
যেটুকু বেহিসাব, নয় তা অবহেলা।
ভাঙাগড়া দেখে দেখে ভাঙি আর গড়ি,
বিশ্বচরাচরে উপাদান ছড়াছড়ি।