না না, আজ আর  কোন  কষ্ট নেই মনে
যে ব্যথা দিয়েছো প্রাণে ভুলে যেতে চাই,
যত   ভুল  বোঝাবুঝি   যত   অভিমান
সব বাষ্প  হয়ে  আকাশে  নিয়েছে  ঠাঁই,
তোমার শূন্য দু চোখে  স্পষ্ট দেখা যায়
চড়াই  উৎরাই  পেরিয়ে  এসেছো  কত,
তোমার  শতদল  পায়ে  রক্ত   আলতা
দেখেই  বুঝেছি  শত   কাঁটায়   বিক্ষত!

পাষাণী  বলে  কত   দিয়েছি   অপবাদ,
চেয়ে দেখো,আত্মগ্লানি দুটি চোখে আজ,
ভেসে যাক নিষ্ফলা  হারিয়ে ফেলা দিন,
চলো  বৃষ্টিতেই ভিজি ফেলে  সব  কাজ,
তুমি এলে  তাই  বৃষ্টি  পেয়েছে এ ভূমি,
না কি বৃষ্টি এসেছে বলে  এসেছো তুমি?
--------