দোয়েল শ্যামা জীবন কাটায়
একই সে গান গেয়ে;
কোকিলেরও একই বুলি,
লাগে না একঘেয়ে?
কাকের গলায় কা কা শুনি
সারাজীবন ধরে,
কোঁকর কোঁয়ে মোরগ রোজই
এলার্ম বাজায় ভোরে।
ওদের কেন থাকবে নাকো
টোন বদলের রীতি?
একই রকম কলারটোনে
অটুট থাকে প্রীতি?
নেই কি এমন টেকনোলজি
বদলে যাবে সবই--
পশু-পাখি গাছপালাদের
জাগবে মনে 'হবি'!
ডাকবে কোয়েল কা কা রবে
কাকের গলায় কুহু,
কাকের গানে মন জুড়াবে
পিকের গানে হু হু।
গাছেরও কি শখ-বাসনা
কিছুই থাকতে নেই?
তাল মিলিয়ে না চলিলে
হারিয়ে যায় খেই।
এবার থেকে পলাশবনে
ফুটবে সাদা ফুল,
শিউলি ঝরায় রাঙা কুসুম,
নয় সে চোখের ভুল।
বাঘের গলায় হুক্কা হুয়া,
শিয়াল করবে গর্জন--
পুরনো সব ধ্যান-ধারণা
করবে সবাই বর্জন!