নতুন দিনে গাছটা যেমন নতুন পাতায় সাজে-
নতুন নতুন সুরও তেমন বুকের মাঝে বাজে,
যে গান ছিল একঘেয়ে খুব লাগত না আর ভালো-
নতুন সুরে বাঁধলে সে গান জ্বাললে নতুন আলো।
কোথায় থাকো হে সুরকার কোথায় তোমার বাসা?
নিভু নিভু পরানটাতে জাগাও নতুন আশা!
দমকা ঝড়ও হার মেনে যায় তোমার হাতের আড়ে-
নিভতে চাওয়া হয় না পাওয়া দীপের প্রভা বাড়ে।
কে যেন এক অগোচরে লিখছে মজার নাটক-
মঞ্চ ছাড়ার সময় যাহার করছে তাকেই আটক।
যাক ভেসে যাক গুছিয়ে রাখা স্বপ্ন রাশি রাশি-
আচমকা যে চাঁদের উদয় সেই তো ফোটায় হাসি!