উৎসব বার মাস, নয় শুধু শরতে-
মনটা কালো হলে বদলায় জড়তে;
মন যদি সাদা হয় উড়ে যায় আকাশে-
শরতের মেঘ হয়ে ভাসে শুধু বাতাসে।
থরে থরে সাজানো রাশি রাশি ফুল-
তুমি যদি কাঁটা ভাবো, সে তোমার ভুল।
কাশবনে দোলা দেয় মুগ্ধ বাতাস-
সোনা-রোদ হেসে হেসে ভরায় আকাশ।
পাখিদের কলতানে মুখর জীবন-
নকশী কাঁথার মতো নিখুঁত সীবন !
মন তাই হামেশাই দাঁতের মতন-
ঝকঝকে রেখে যাই, করি যে যতন।
মন বুঝে উড়ে আসে কত যে পাখি-
হৃদয়ের এ খাঁচাতে যতনে রাখি।
ঠোকরালে বুঝে যাই যেতে বুঝি চায়-
হাসিমুখে ছেড়ে দিই, জানাই বিদায়।
গান গেয়ে যারা মোর ভরায় ভুবন-
সপে দিই পুরোপুরি আমার এই মন;
তাই বুঝি উৎসবে কাটে রাত-দিন,
শুধে যাই নত হয়ে বিধাতার ঋণ।