এমন দেশটি থাকলে কোথাও সেই দেশেতে যাব-
যে দেশেতে বাঘ ভালুকে বলে না তো 'খাব',
পুলিশগুলা ডান্ডা নিয়া পাড়ে না হাঁক 'থাম'-
মিথ্যা কেসে ফাঁসিয়ে দিয়ে খায় না ঘুষের আম!
বোয়ালগুলো চোয়াল তুলে খায়না চুনোপুঁটি-
কর্পোরেটৈ নেয় না কেড়ে আমজনতার রুটি,
নেতা-মন্ত্রি তেলা মাথায় ঢালে নাকো তেল-
স্বজনপোষণ বিদ্যেখানির দেখায় না যে খেল।
মেয়েগুলা ভাঙে না তো সাচ্চাপ্রেমীর বুক-
দুঃখ নামে কেউ থাকেনা থাকে কেবল সুখ,
ছেলেগুলা আপন ভোলা দেয় না কোন ধোকা-
সবাই সেথা মহাজ্ঞানী নেই যে কোন বোকা!
উঁচু-নিচু সাদাকালো সবাই সেথা সমান-
মনে যা যা আছে সবার মুখেও রাখে প্রমাণ!