আজ যে দিদির অন্য রূপ, ভাঙছে সবার আশা-
চেয়ার দখল করেই যেন বদলে গেল ভাষা!
স্বপ্ন ছিল স্বাধীনতা চাখব আয়েশ করে-
দিনে দিনে স্বপ্নগুলো যাচ্ছে দেখি ঝরে।
অতি বড় ভক্ত ছিলাম দয়াল দিদিমণির-
রত্নগুলো দিয়েছিলাম আমার হৃদয়-খনির!
আমার মত আরো সুজন ছিল দিদির ভক্ত-
চমকে এখন উঠছে সবাই ঝরছে দেখে রক্ত!
ষণ্ডাগুলো এখন দিদির মাথায় চড়ে বসে-
মণ্ডাগুলো পাচ্ছে তারা থাকছে রসে বশে;
গুণ্ডারা আজ পাচ্ছে টিকিট ভালোরা কোণঠাসা-
বিকল্পরাও তথৈবচ যায় কি ভালবাসা?
রাজনীতি আর রাজনীতি নেই কুলাঙ্গারের পেশা-
ছাড়তে তবু পারব না এই প্রতিবাদের নেশা!
---------
*লক্ষণীয় 'অন্য রূপ' সাধারণ নিয়মে স্বরবৃত্তে তিন মাত্রা হয় কিন্তু যেহেতু এরপর কমা চিহ্ন আছে সেহেতু এটিকে চার মাত্রা হিসাবেও গণ্য করা যায়।