ঈদের দিনে সন্ধ্যেবেলা
গজলপাঠের আসর
কে যেন এক অচিন মেয়ে
টানলো আমার নজর
কাজলটানা চোখদুটি তার
ঠোঁটটেপা তার হাসি
কিশোরমনে ঝড় তুলে সে
ছড়ায় সুবাসরাশি।
কেগো তুমি সদ্যফোটা
প্রথম কমলকলি?
তোমার হাসি বুকের মাঝে
ওড়ায় প্রেমের অলি!
বললে হেসে, "আমায় তুমি
চিনবে কেমন করে?
এইতো প্রথম গাঁয়ে আসা,
থাকি অনেক দূরে।
তোমার গজল শুনে আমার
মন হয়েছে খুশি
তাই তো তোমায় দেখছি আমি
হাসছি এমন হাসি।"
মনের মাঝে ঝড় তুলে সেই
কোথায় গেলি আজ?
এখনো যে মনের মাঝে
তুইই করিস রাজ।
যাওয়ার বেলা বলেছিলি
রাখবো তোমায় মনে,
মিলবো আবার ঠিক দুজনে
মধুর শুভক্ষণে।
সেই শুভক্ষণ আর এলোনা
কেটেই গেল বেলা,
আজও তোমায় খুঁজেই চলি
বসলে ঈদের মেলা।
মেলার আলো নিভে গেলে
অন্ধকারেও খুঁজি
অন্য ঘরের আলো হয়ে
জ্বলছো এখন বুঝি?