হট করে চলে যাওয়া ভাল নয় মোটে
বেয়াদবি অপবাদ ঠিকঠাক জোটে;
বিদায়ের আগে যদি বলে যাও তাকে
ছলছলে আঁখিদুটি কত ছবি আঁকে!
ফট করে বলে ফেলা হঠকারী কাজ
বুকে-বেঁধা কথা যেন বিনামেঘে বাজ;
আগে ভেবে তারপরে বলে যেই জন
সহজেই জয় করে সকলের মন।
চট করে ঠিক করা পথে যাওয়া ভুল
হয়তোবা আছে সেথা পোকাভরা ফুল;
বাতাসের কাছে যদি জেনে নাও আগে
ঠিকঠাক মেলে পথ, হতাশাও ভাগে।