দুদিন পরেই ফিরব সেদিন
বলল বাবা ফোনে
বাবা কি সব ভুলেই গেছে
নেই কি কিছুই মনে?
বলেছিল ঈদের আগেই
পৌঁছে যাব বাড়ি ,
আমার জন্যে আনবে পোশাক
তোমার জন্যে শাড়ি।
ঈদের আলো নিভেই গেল
বাবা এল নাকো
বাবার কথা বললে কেন
মুখ ফিরিয়ে থাকো?
যেদিকেতেই তাকাই আমি
ভাসছে বাবার ছবি
বাবাবিনে বুকের ভিতর
লাগছে ফাঁকা সব্ই।
চোখ বুজোলেই শুনছি আমি
বলছে বাবাজান,
আয় কোলে আয় খোকন সোনা
তুই যে আমার প্রাণ।
যাবার বেলা বলেছিল
পেয়েছি এক কাজ;
বলোনাগো মাজননী
কোথায় বাবা আজ?
কেমন করে বলবে খোকা
এই অভাগী মা তোর
বুকটা যে মোর ভেঙেই দিল
শোকে ভরা পাথর।
বাবা যে তোর ভিন প্রদেশে
তলিয়ে গেছে বানে
ফিরবে না আর কোনদিনও
সবাই যে তা জানে।
বাবার কথা আর জিগাস না
এবার সোনা ঘুমো
এঁকে দিলাম তোর কপালে
শুভরাত্রির চুমো।
কেমন করে ঘুমাব মা
ঘুম যে আসে না
বাবা বুঝি আমাদের আর
ভালবাসে না ।
চোখ বুজোলেই শুনছি আমি
বলছে বাবাজান,
আয় কোলে আয় খোকন সোনা
তুই যে আমার প্রাণ।
ঈদের পরে দুদিন গেল
লাগছে সবই ফাঁকা
বাবাবিনে দেখোনা মা
করছে বাড়ি খাঁ খাঁ।
যাবার বেলা বলেছিল
পেয়েছি এক কাজ;
বলোনাগো মাজননী
কোথায় বাবা আজ?
------------
কেরালা প্রদেশে কর্মরত বহু বঙ্গবাসী সেখানকার ভয়াবহ বন্যার পরে নিখোঁজ । তাঁদের স্মরণে লিখিত আমার এই কবিতা।