ঘোড়ার পিঠে চড়বো ভাবি, পিঠ পেতে দেয় গাধা-
তেল পুড়িয়ে সাত মনও পার নাচলো না তো রাধা!
রাত দুপুরে সূর্য দেখি দিন দুপুরে স্বপন-
খালি জমিন ভরলো গাছে! কে করেছে বপন?
প্রেমের কথা লিখব এবার যেই ভেবেছি মনে,
করুণ রসের ঢেউ উঠেছে দেখি ততক্ষণে!
দূরের ডালে যে কোকিলা গাইছিল তার গান,
গান থামিয়ে উড়েই গেল এমনি অভিমান।
যখন ভাবি আমার কথাই লিখেছে সেই কবি,
তখন দেখি অন্য জনের পাশেতে তার ছবি।
যেই ভেবেছি আজ থেকে আর রইব নাকো বন্ধনে,
কপালখানি চর্চিত থাক বৈরাগেরই চন্দনে-
অমনি হাজির সাধন-ভাঙা রূপের মহা ডালি,
খালি ডালে থাকতে চেয়েও রইল না আর খালি!
গল্প তবু হয়নিকো শেষ, ফের এলো সেই পাখি-
যে কোকিলা ব্যথা দিয়ে ভরিয়ে ছিল আঁখি,
বলল হেসে অমন ছবি তোমার কথাই ভেবে-
ঈর্ষা যখন উঠবে জেগে কাছেই ডেকে নেবে।
আলোয় ভুবন ভরার কথা, উল্টে এলো রাত-
ততক্ষণে ধরেছি যে অন্য কারও হাত।