যুদ্ধ তো নয় তোমার সাথে
নিজের সাথেই যুদ্ধ,
খাচ্ছি যে হায় গড়াগড়ি
হাসছে যে তাই বুদ্ধ।
সুজাতাকে পেতাম যদি
খেতাম তবে পায়েস,
হয়তবা সেই বনে যেতাম
ছেড়ে আরাম-আয়েস।
কই সুজাতা? মায়া ছাড়া
আর তো কেউই নেই,
লোভের জালে জড়িয়ে ধরে
সজোরে টানছেই।
নেই যে কোথাও বৃক্ষ বোধি
বসব কোথায় ধ্যানে?
জিগাই কেবল মনটারে তাই,
'জ্বালাস এমন ক্যানে?'
মন বলে তুই, 'জলেই আছিস,
ভিজবেতো তোর চুল'-
পাক কেতাবে শেখ না সাঁতার
পাবিই খুঁজে কূল।'