না-পাওয়াটা আছে বলেই পাওয়ায় মজা পাই
কান্নাকাটি করি না যে অন্ধকারে তাই।
জীবনটা তো আর কিছু নয়,চাওয়া-পাওয়ার খেলা
নানাবিধ চাওয়ার পথে ফুরিয়ে আসে বেলা।
আসুক না তীর বিষমাখানো অজানা পথ বেয়ে
অবজ্ঞারই বর্মঢালে এ মন রাখি ছেয়ে।
আকাশতো আর সকল সময় রাখে না মুখ ঢেকে
রবি আমার পরম সখা হৃদয়টা নিই সেঁকে।
ভুল বুঝে যে মুখ ফেরাল আসবে জানি ফিরে
বুঝবে যেদিন প্রেমটা আমার ছিল আসল হীরে।
কাঁচের প্রেম যাবেই ভেঙে তোমার আপন ভুলে
থাকতে সময় শুধরে নিও ভিড়বে তরী কূলে।