টইটম্বুর মনটা তোমার
বর্ষারানির বরে --
মেঘলা দুপুর পানসি ভাসায়
মন ক'ষে হাল ধরে।
তোমার পারেই কদম ফুলের
বর্ষবরণ মেলা --
সেই মেলাতেই ভাসায় এ মন
হর্ষমুখর ভেলা।
অন্ধপ্রেমের বন্ধ দুয়ার
খুলবে এবার ক্ষণে --
দ্বন্দ্ব এবার গন্ধ মেখেই
ঘুচবে দোঁহের মনে।
আসবে শরত ভাসবে বিরাগ
বাসবে নিখাদ ভালো --
বদলে যাবেই মলিন ভুবন
জ্বলবে হলুদ আলো।