পাগলারে তুই বুঝবি কবে
মাথায় দুয়ের বাস!
খাঁটি সোনার ফসল ফলে,
মন্দেরও হয় চাষ।
একজনে কয় মিলবে রে সুখ
উত্তরে তুই যা,
অন্যজনে বলে তখন
দক্ষিণে সুখ পা।
উত্তরেতে ফুল বিছানো--
ইচ্ছে জাগে যেতে,
যায় না দেখা শিকারী এক
রেখেছে ফাঁদ পেতে।
দক্ষিণেতে কাঁটাভরা--
মনেতে ভয় জাগে,
তাই কিরে তুই দ্বিধায় থাকিস
বোধটিও তাই ভাগে?
সবুর-বেলচায় কাঁটা সরা
মিলবে আসল ফুল,
নইলে ফুলে মিলবে কাঁটা
ভাঙবে যখন ভুল।
জলদি কাজে পস্তাতে হয়--
'ধী'-এর ভক্ত হ,
দূরের সুখে শান্তি মেলে,
কাছের দুঃখ স।