🔰রম্যছড়া💄
"""""""""""""
তোমার প্রেমে অন্ধ ছিলাম,
জানতে তুমি জানি --
তবু আমি টেনেই গেছি
তোমার প্রেমের ঘানি।

অন্ধ জেনে সুযোগ বুঝে
হলেই পগার পার,
চুরি যাওয়া প্রেমটা কি হায়
মিলবে কোথাও আর?

হৃদয়-পকেট এখন আমার
ধু ধু গড়ের মাঠ ;
রেস্তবিনে ব্যঙ্গ ছোঁড়ে
নিঠুর প্রেমের হাট!

পাথর তবু বেশ সওয়া যায়--
সয় না উপহাস ;
পাচ্ছি না যে উপাদেয়,
খাচ্ছি কেবল ঘাস।