আমরা নাকি আগের থেকে
অনেক বেশি সভ্য?
অনেক বেশি মানবতা
খুব সহজে লভ্য?
তাই যদি হয়, তবে কেন
পথের পাশে আর্ত
ফেলে রেখেই পাশ কাটিয়ে
বলি ওসব ছাড়তো।
আদিম যুগে নগ্ন দেহে
ঘুরতো নর নারী ,
আজকে তবে ফ্যাশানেতে
ছায়া কেন তারই?
কেন নারী নয় নিরাপদ
রাস্তাঘাটে বাসে?
কেন মানুষ শান্তি ছেড়ে
হিংসা ভালবাসে?