কান্নাহাসির সময় কোথায়
------------------------
হাসতে গিয়ে মুখ বেঁকে যায়
তেতো ওষুধ যেন,
জোর করে কি হাসানো যায়,
জোরটা খাটাও কেন?
হাজার হাজার ভাবনা-জালে
মগজ আছে ছেয়ে,
হাজার হাজার কাজও আছে
ফালতু হাসার চেয়ে।
'যত হাসি তত কান্না'
বলেছে যে বোকা,
কর্মযোগী আমরা এখন-
নইতো অলস খোকা।
কান্নাহাসির সময় কোথায়?
আমরা যন্ত্রমানব,
দেবতা হতে চাইনা মোরা
চাই না হতে দানব।
ইহার চেয়ে চাই যে হতে
নীল গ্রহের এক প্রাণী,
মানুষ মানুষ দেখতে কেবল
কলুর ঘানি টানি।