মনের কথা থাকবে না আর
মনের মাঝে চুপ করে-
ফলের মতই পড়বে ঝরে
সবার মাঝে টুপ করে;
এমন যদি হত তবে
করতো কি কেউ চুরি?
খুব সহজেই পড়ত ধরা
সকল জারিজুরি।
দুষ্ট লোকের শিষ্ট কথায়
ভিজত না আর চিঁড়ে-
মানুষ চেনা সহজ হত
সব মানুষের ভিড়ে ।
আমার আসল রূপটা জানি
তুমিও নিতে বুঝে-
লুকিয়ে রাখা তোমার মুখও
আমিও নিতাম খুঁজে।
লোক-ঠকানর বিদ্যেখানি
লাগত না আর কাজে-
মনের কথা কুড়িয়ে নিয়ে
বলত 'তুমি বাজে।'
সত্যিকারের ভাল মানুষ
কদর পেত খুব -
অসৎ মানুষ মুখ লুকাতে
জলেই দিত ডুব।
এমন কি আর হয় কখনো!
হায়রে কলিকাল-
হত যদি বদলে যেত
এই দুনিয়ার হাল।