পাটাতন শক্ত হলে যত খুশি যাত্রী তোলো --
অন্যকে পথ দেখাতে আগে নিজের চোখটা খোলো।
নিজে যদি দোটানাতে, আকাশ তবে বৃথাই খোঁজো,
ঝড় এলেতো উটের মতই বালিতে মুখটা গোঁজো!
অজ্ঞানে অন্ধ থেকেই কেন তুমি স্বপ্ন দেখাও?
কেন এমন তালির কাঙাল যত সব মিথ্যে শেখাও!
ভাবের ঘরে চুরি করে ডাবের দরে মান থাকে না,
ঝুনো হয়ে তবেই ডেকো ঠকার আর ভয় থাকে না।
আলোতে ঋদ্ধ হয়ে গ্রহদের বিলাও আলো,
পাথরও গলবে তখন সকলে বলবে ভালো।
সময়ের দাম আছে তো! কেন তা এমনি কাড়ো?
পাথেয় জুটিয়ে নিয়ে তবে তুমি অগ্রে বাড়ো।