ছন্নছাড়া চোখের ভেতর অশ্রুধারা নামছে,
পাহাড় বেয়ে একটু নেমে ঝর্ণা আবার থামছে।
আলোর কোমর জাপ্টে ধরে আঁধার তাকে টানছে।
গাছের ছায়া তার তলে নয়, অনেক দূরে পড়ছে!
ভিত কাটা যার মাটিতে, তা জলের উপর গড়ছে।
দুধসাদা সেই হংসীটা হাওয়ায় সাঁতার কাটছে,
দীপাবলীর বাজিগুলো বিয়ে-বাড়িতে ফাটছে।
চরণধুলো মাথা ছেড়ে দূর আকাশে উড়ছে,
জলে ভেজা তুলোর রাশি খুব সহজেই পুড়ছে।
অন্ধকারের বন্ধ দ্বারে হাত রেখেছি বারে বারে
কে যেন তার ভেতরটাতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে-
তোড়ের মুখে বদ্ধ পাগল বালুকার বাঁধ বাঁধছে।