দুদিন গেলেই ঠোকাঠুকি বনছে না আর মোটে
এপারে আর নেই  কোন সুখ ওপারে তাই ছোটে।
ধরা-ছাড়ার খেলায় কি আর থাকছে প্রেম পূত?
নামছে কি আর ঘাড় থেকে সেই একাকীত্বের ভূত?
তবুও  প্রেম অমর জানি, বদলেছে তার রূপ
কাঁচা ফলও বিনাঝড়ে ঝরছে যে টুপ টুপ !
হীরেও কেমন কাঁচ হয়ে যায় কালের মায়াজালে
আকাশ কি আর বিনামেঘে জলের ধারা ঢালে?
রিক্ত দিঘি আনছে ডেকে পদ্ম ফোটার আশায়
ছুটছে আবার মরা গাঙে দুকূল যেন ভাসায়!
ঘরের জনও কাছেই কেবল, থাকছে নাতো পাশে;
টিকটিকি আর আরশোলারা যেমন ভালবাসে!