আজ যে বাতাস নিল ছুটি--
কি আর তবে করি?
পাল টাঙানো বৃথাই যাবে?
কেমনে ভাসাই তরী!
পথের পানে আকুল চোখে
সুজন আছে চেয়ে,
হয়তো কু-এর করুণ গীতে
বিজন গেছে ছেয়ে।
ও পাখি তুই চুপটি করেই
রইবি বসে দাঁড়ে?
যা নিয়ে যা বার্তাখানা
পিয়া-নদীর পাড়ে।
বলিস তারে যায়নি ভুলে,
যায়নি অন্য পথে;
তোলেনি সে অন্য সওয়ার
মন-মাখানো রথে।
দূরে্র বুকে উথাল-পাথাল
কাছের চেয়ে বেশী,
বলবি যখন, বাঁধবে খোঁপা
আমার এলোকেশী।