বিতর্ক বেশ টক-ঝাল--
সময় কাটে তারিয়ে।
ঢিল ছুঁড়ে দাও ঝাঁকের মাঝে
যাক না খেই হারিয়ে।
আসল কাজে অষ্টরম্ভা?
তাল ঠুকে দাও ময়দানে।
আমার যে ভাই একটা মাথা,
তোমার ক'টা গর্দানে?
ঢিলটা নরম, চৌচির তাই!
লাগে বহুর গায়ে।
নরম হলেও তীক্ষ্ন বেজায়!
নুনও ছেটাও ঘায়ে!
আমার আবার ভীরু স্বভাব --
উঁকি দিয়েই কাজ সারি,
একবার নয়, মাঝেমাঝেই --
খতম? না আছে জারি?
এসব কাজে কোন কালেই
হয় না লোকের অভাব --
যুক্তির ধার কে আর ধারে?
মনগড়া সব জবাব।
আসল কথা নজর-টানা--
নজরে যায় থাকাও!
কাঁঠাল যদি না পাকে ভাই
কিলটা মেরেই পাকাও।
নিজের দিকে এই বাজারে
তাকায় কি আর কেউ?
আয়না ভেঙে ছুটছে কেবল --
বাঘের পিছে ফেউ।
বিনা যুদ্ধে কে আর দেবে
সূচ্যগ্র মেদিনী!
বিষ যে এবার উঠবে মাথায়!
কোথায় আছো বেদেনী?