ক্রমাগত পদার্পণে ধূসরিত হলে, আমরা কি
সাজাই না আপন ঘর নতুন করে?
ক্ষতি কি তবে সাজাই যদি এ পৃথিবী আবার?
তোমরা কি অন্ধ? ভুলে যেতে চাও ইতিহাস?
ভুলে যেতে চাও হাজার বছরের সাধনা?
তোমরা কি জানো না?
কত মেধা, কত রক্ত-ঘাম, কত দলবদ্ধ প্রয়াস!
এভাবেই তো সেজে উঠেছিল পৃথিবী একদিন
কোন এক সন্ধিক্ষণে,
হয়ে উঠেছিল মানুষের বাসযোগ্য ভূমি...
তোমরা কি আবার বানর হতে চাও?
আবার তছনছ করে দিতে চাও সবকিছু!
হায়রে আইন ! হায়রে বিকৃত যুক্তি!
এতই মায়া! ফেলে আসা অন্ধকারে?